রাণীশংকৈলে সনাতন ধর্ম সভা ও গীতা স্কুলে শতাধিক গীতা বিতরণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নন্দুয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়
মাঠে ” বাংলাদেশ বেদ ও গীতা প্রচার সংঘে” র উদ্যোগে সনাতন ধর্মীয় আলোচনা গীতা স্কুলের শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ করা হয় ।
শনিবার(৩০ আগস্ট) বিকাল দুইটার সময় সুশেন চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদ বর্মন সভাপতি বলিদ্বারা আর্য সমাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমার রায় সাবেক ভাইস চেয়ারম্যান পীরগঞ্জ উপজেলা,
সনাতন ধর্ম আলোচনা সভায়
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আচার্য দিজেন্দ্র নাথ রায় সভাপতি দিনাজপুর জেলা আর্য সমাজ, দ্বিতীয় ধর্মীয় আলোচক
হিসেবে উপস্থিত ছিলেন, আচার্য
সুশীল চন্দ্র রায়, পঞ্চগড়, তৃতীয়
ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামল চন্দ্র রায়,গঙ্গাচড়া,
রংপুর, চতুর্থ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিপ্লব চন্দ্র রায়,সাতক্ষীরা সহ স্থানীয় ভাবে
অনেকেই বক্তব্য রাখেন।
মাঠে সনাতন ধর্মের নারী পুরুষ
সহ গীতা স্কুলের সকল শিক্ষার্থী
ধর্ম আলোচনা সভায় উপস্থিত ছিলেন। পরে গীতা স্কুলের সকল শিক্ষার্থী প্রায় শতাধিক গীতা দান
করা হয়ে।