বিশ্বনাথ পৌর যুবদলের ৩নং ওয়ার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিশ্বনাথ পৌর যুবদলের ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৮টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল মানিক।
বিশ্বনাথ পৌর যুবদলের সিনিয়র সদস্য সাহেল আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে শাহ আমির উদ্দিন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী, আমাদের সবার শ্রদ্ধাভাজন লুনা ম্যাডাম সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের কান্ডারী।
তার নেতৃত্বে আমরা এই আসনটি পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, কাঁধে কাঁধ মিলিয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে তাহসিনা রুশদী লুনার পক্ষে কাজ করুন। তার বিজয় মানেই আমাদের সবার বিজয়, গণতন্ত্রের বিজয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর বিএনপির সিনিয়র সদস্য সাহেল আহমদ, ওয়াসিম উদ্দিন, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি মাসুম আহমদ, ৩ নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি ফয়ছল আহমদ, ৭ নং ওয়ার্ড সহ সভাপতি মোঃ শুকুর মিয়া, ১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জামিল আলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড যুবদল যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, ৪ নং ওয়ার্ড যুবদল সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক রুহেল মিয়া, ৩ নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক মেহেদী হাসান মামুন, যুবদল নেতা শিপলু প্রমুখ।