জাতীয় সাংবাদিকতায় এক উজ্জ্বল নক্ষত্র: রবিন সিদ্দিকী
৩০ আগস্ট—বাংলাদেশের সাংবাদিকতার আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম—রবিন সিদ্দিকী। দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে তিনি শুধু একটি সংবাদ মাধ্যমের দায়িত্বই পালন করেননি; বরং একটি পূর্ণাঙ্গ সাংবাদিক পরিবার গড়ে তুলেছেন, যার সদস্যরা আজ দেশের বিভিন্ন প্রান্তে সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার প্রতীক হয়ে কাজ করে যাচ্ছেন।
নীলফামারীর মাটিতে জন্ম নেওয়া রবিন সিদ্দিকীর শৈশব ছিল সরল-সাবলীল গ্রামীণ জীবনের এক অনন্য দৃষ্টান্ত। শৈশবের সেই পবিত্রতা ও সহজ-সরল জীবন দর্শন নিয়ে তিনি যখন ঢাকার আকাশছোঁয়া বাস্তবতার সাথে যুক্ত হলেন, তখনও তাঁর ব্যক্তিত্বে ছিল প্রখর আত্মবিশ্বাস ও দায়বদ্ধতার সুষম সমন্বয়। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্বের ভার যেমন কাঁধে নিয়েছিলেন, তেমনি পরিবারের সবার প্রিয়পাত্র হয়ে থেকেছেন সারাজীবন।
দীর্ঘ ৪২ বছরের সাংবাদিকতা জীবনে—রবিন সিদ্দিকী কখনোই তাঁর সততার মানদণ্ড থেকে বিচ্যুত হননি। লাল কালির দাগহীন এই সোনালি অধ্যায় তাঁকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে। জাতীয় কিংবা আন্তর্জাতিক অঙ্গন—সবখানেই তাঁর কলমের ধার, প্রজ্ঞার স্বচ্ছতা এবং বিশ্লেষণের গভীরতা আজও শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়।
তিনি শুধু সম্পাদক নন; তৃতীয় মাত্রার প্রত্যেক প্রতিবেদকের খোঁজখবর রাখা, তাঁদের পেশাগত উন্নতি ও ব্যক্তিগত কল্যাণে সদা আন্তরিক থাকা—এ যেন তাঁর নিত্যদিনের দায়িত্ব হয়ে উঠেছিল। সংবাদকর্মীদের প্রতি এমন মমত্ববোধ তাঁকে একাধারে অভিভাবক ও প্রেরণার উৎসে পরিণত করেছে।
ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট সাংবাদিকতা—সর্বত্র তাঁর অক্লান্ত পরিশ্রম, নির্ভীক দৃষ্টিভঙ্গি এবং বস্তুনিষ্ঠ অবস্থান আজকের প্রজন্মের জন্য এক জীবন্ত পাঠশালা। দেশের গণমাধ্যম অঙ্গনের বিকাশে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নেই।
আজ তাঁর জন্মদিনে বন্দর নগরী চট্টগ্রামের পক্ষ থেকে সাংবাদিক মহলসহ দেশের সর্বস্তরের মানুষ তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং অনন্ত নেক হায়াতের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছে।