উখিয়ার জালিয়া পালং মনখালীতে সাগরে মাছ ধরতে গিয়ে ২জন পানিতে সমুদ্রের পানিতে তলিয়ে যায়,
আজ সকালে মনখালীর ৬ জন সাগরে মাছ ধরতে গিয়ে ২ জন ১৫/১৬ বছরের ছেলে ভেসে যায়। 🥲তারা উভয়ই মনখালী গ্রামের বাসিন্দা।
১ম জন: হাবিবুল আবছার।
পিতা: নুর হোছন
২য় জন: সায়েম
পিতা: নাজির হোছন (প্রবাসী, সাবেক বাইন্যাপারা) ছেপটখালী-মাদারবনিয়া উপকূলীয় উচ্চ বিদ্যালয় এর মাস্টার মুছার বড় ভাগিনা।
কোনো ব্যক্তি সাগরে ভেসে আসা কোনো লাশের সন্ধান পেলে, দয়াকরে নিচের মন্তব্যে জানাবেন। অথবা মুছার সাথে যোগাযোগ করবেন।
অথবা : 01893003908