বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বটিয়াঘাটায় দুনীতি দমন কমিশনের আলোচনা সভা অনুষ্ঠিত । নাটোরে আবারও রেললাইন ভাঙা, পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল বিরলে জীবন মহলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সুন্দরবন থেকে অস্ত্রসহ ডাকাত বাহিনীর এক সহযোগী আটক শেষ হল ‘বিশ্বনাথ নিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগীতার বাছাই পর্ব ছাতকে আসামী ধরতে গিয়ে চোরাকারবারিদের হামলায় ২ পুলিশ সদস্য আহত, মহিলাসহ আটক ৬ নাগরপুর টিটসি’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহানাজ পারভীনের দূর্নীতির সাম্রাজ্য গড়েছেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের উপর হামলা ও সম্পত্তি ভাঙচুরের অভিযোগ

নওগাঁ প্রতিনিধি:
  • আপডেটের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৬ সময় দেখুন

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের উপর হামলা ও সম্পত্তি ভাঙচুরের অভিযোগ

নওগাঁ, ২৫ আগস্ট ২০২৫: নওগাঁ জেলার রাণীনগর উপজেলার লোহাচূড়া গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য খন্দকার সুলতান আরেফিন (৬৫) এর উপর হামলা ও তার মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন আশিকুজ্জামান আশিক, যিনি নওগাঁ সিএনজি সাধারণ সম্পাদক পদ থেকে দুর্নীতির অভিযোগে বহিষ্কৃত এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মাগরিবের নামাজের সময় হাটখোলা বাজারের একটি মসজিদ

 

 

লিখিত অভিযোগে খন্দকার সুলতান আরেফিন উল্লেখ করেন, তিনি মসজিদে নামাজ আদায় করছিলেন, এমন সময় আশিকুজ্জামান আশিক হঠাৎ তার উপর হামলার চেষ্টা চালান। তাকে না পেয়ে আশিক তার মোটরসাইকেল ভাঙচুর করে হৈচৈ করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন।

সুলতান আরেফিন অভিযোগ করেন, পারিবারিক ব্যবসা ও জমি-সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছে। এ বিরোধের জেরে আশিক তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন এবং সম্পত্তি দখলেরও চেষ্টা করছেন। তিনি আরও জানান, আশিকুজ্জামান বর্তমানে রাণীনগরের লোহাচূড়া গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন।

অভিযোগে উল্লেখ রয়েছে, আশিকুজ্জামান আশিক সুলতান আরেফিনের বড় ভাই মৃত আনোয়ার হোসেন বকুলের তৃতীয় মেয়ের জামাতা। বর্তমানে তিনি মৃত আনোয়ার হোসেনের বাড়িতেই অবস্থান করছেন।

 

খন্দকার সুলতান আরেফিন জানান, তিনি এ ঘটনায় রাণীনগর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং মামলা করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন,
“আমি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হিসেবে দীর্ঘদিন হুমকির মুখে আছি। আমি সকল নাগরিকের কাছে এ ঘটনা জানাচ্ছি এবং আমার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা চাই।”

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে। তবে অভিযুক্ত আশিকুজ্জামান আশিকের বক্তব্য পাওয়া যায়নি।

 

পুলিশ সূত্র জানায়, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। আশিকুজ্জামানের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা পারিবারিক বিরোধ থেকে এমন ঘটনার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD