নাগরপুরে ভুয়া ডাক্তার ও অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক।
অভিযানে নিরাপদ স্বাস্থ্য ক্লিনিক-এর বৈধ লাইসেন্স না থাকা এবং ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ক্লিনিকটির কার্যক্রম লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, তেবাড়িয়ার রাজ ডায়াগনস্টিক সেন্টার-এর লাইসেন্স সংক্রান্ত বৈধ কাগজপত্র না থাকা, ল্যাবে অনুমোদিত মেডিকেল টেকনোলজিস্টের অভাব এবং মেয়াদোত্তীর্ণ কেমিকেল রাখার অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা প.প কর্মকর্তা ডা. মো. হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রাকিবুল ইসলাম লিন, সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাহিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় ডা. হাফিজুর রহমান বলেন, “জনগণের স্বাস্থ্য নিয়ে কেউ যেন প্রতারণা করতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। অনুমোদন ছাড়া ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। স্বাস্থ্যসেবার মান নিশ্চিত না করলে আইনের আওতায় আনা হবে।”