শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

আখাউড়ায় হত্যা মামলার আসীমারা জামিনে, আতঙ্কে নিহতের পরিবার

রিপোর্টার নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯১ সময় দেখুন

আখাউড়ায় হত্যা মামলার আসীমারা জামিনে, আতঙ্কে নিহতের পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের আবুল হোসেন (৬০) হত্যা মামলার আসামীরা জামিনে  বাড়িতে ফিরেছে। নিহত আবুল হোসেন ও মামলার আসামীরা পাশাপাশি বাড়ির বাসিন্দা। ঘর থেকে বের হলেই একে অপরের সাথে চোখাচোখি হয়। আসামীরা জামিন পেয়ে বাড়িতে আসার পর থেকেই আবুল হোসেনের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের অভিযোগ, আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ  ও ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে।  গত বছরের ১৬ জুন তুচ্ছ ঘটনায় আবুল হোসেনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহত আবুল হোসেনের পরিবার আসামীদের জামিন বাতিল করে বিচারের দাবি জানান।
বৃহস্পতিবার সকালে রুটি গ্রামের নিহত আবুল হোসেনের বাড়িতে গেলে নিহতের স্ত্রী অভিযোগ করে বলেন, এক বছর আগে আমার স্বামীকে দিনের বেলায় কুপিয়ে হত্যা করেছে। হত্যা মামলার আসামীরা জামিন পেয়ে বাড়িতে এসেছে। আমি খুনিদেরকে দেখে কিভাবে বাড়িতে থাকবো। ছেলে মেয়ে নিয়ে আতঙ্কের মধ্যে আছি। এখনও বিচার পাইনি।  উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। আমার এক ছেলে দুই বার জেলে খেটেছে।
নিহতের মেয়ে মুক্তা আক্তার বলেন, আসামীরা আমাদেরকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতেছে। আমাদেরকে দেখে হাসাহাসি করে বলে তাদের কিছু করতে পারবো না। ফেসবুকে আজে বাজে মন্তব্য করে।
নিহত আবুল হোসেনের ১০ বছরের ছেলে নাসির বাদশা বলেন, আমার বাবার খুনিদেরকে চোখের সামনে দেখতে খারাপ লাগে। আইনের কাছে অনুরোধ আইন যেন আমার বাবার খুনিদেরকে শাস্তি দেয়।

এ ব্যপারে আবুল হোসেন হত্যা মামলার প্রধান আসামী রুবেল মিযার মোবাইল নম্বর একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন মাসে ঈদুল আযহার কোরবানির পশু কেনা নিয়ে প্রতিবেশী সামাদ মিয়ার ছেলে রুবেল মিয়াসহ কয়েকজন আবুল হোসেনের ছোট ভাই আবু সাঈদকে উপহাস করলে কথাকাটাকাটি হয়।  আবুল হোসেন বিষয়টি জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে জখম করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহারেন্দু চক্রবর্তী
২৫ আগস্ট ২০২৫
০১৭১১-২৭২৬৫৬

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD