ঠাকুরগাঁও জেলার গণসংহতি আন্দোলনের নতুন সদস্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ঠাকুরগাঁও জেলা গণসংহতি আন্দোলনের নিজ কার্যালয়ে বুধবার বিকেল ৫ টায় নতুন সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা গণসংহতি আন্দোলনের আহবায়ক আশরাফুল আলমের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভায় গণসংহতি আন্দোলনের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক মজুর সংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুনিরুল ইসলাম মানিক।
উক্ত মতবিনিময় সভায় রাণীশংকৈল ধর্মগড় ইউনিয়নের পূর্বের গণসংহতি আন্দোলনের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে, নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।