শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

ছাতকে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সেলিম মাহবুব, ছাতক প্রতিনিধি
  • আপডেটের সময়: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০২ সময় দেখুন

ছাতকে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের ছাতকে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র‌্যালি, পথসভা, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রওশন কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির সদস্য তানিমুল হক তানিম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন শাহী, স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন মিয়া, এ জে মনন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনসুর আহমেদ, রাকিব আলী, মাসুক আহমদ, তোফায়েল আহমদ বিপন, এড. জাহাঙ্গীর আলম রাসেলসহ আরও অনেকে।

পরে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদ্যালয় ও হাসপাতাল এলাকায় ডাস্টবিন স্থাপন এবং বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সচেতনতার অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD