বটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়ন পরিষদে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন- পার্থ রায় মিঠু
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন ১নং প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ড সদস্য পার্থ রায় মিঠু । গত ১৮ আগস্ট রবিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়ে আনুষ্ঠানিক ভাবে উক্ত ইউনিয়ন পরিষদ কার্যক্রম শুরু করেছেন । জানা গেছে,গত ৫ আগস্ট -২০২৪ খ্রীঃ তারিখের পর থেকে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান বিধান চন্দ্র রায় আত্মগোপনে চলে গেছে উক্ত চেয়ারম্যানের পদটি শূন্য হয় । পরবর্তীতে উক্ত শূন্য পদে ৩ নং প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ডে ইউপি সদস্য দেবব্রত মল্লিক দেবুকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব অর্পণ করেন । কিন্তু গত কয়েক মাস যাবৎ উক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবব্রত মল্লিক দেবু মামলায় জেল-হাজতে থাকায় সাধারণ মানুষের সেবা পেতে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হন । সাধারণ মানুষের সেবার কথা মাথায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গত ১৮ আগস্ট-২০২৫ খ্রীঃ তারিখে ১নং প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পার্থ রায় মিঠুকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব অর্পণ করেন । পার্থ রায় মিঠু ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব গ্ৰহন করেই তিনি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন । এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,ইউপি সদস্য অশোক মন্ডল, ইউপি সদস্য গোবিন্দ হালদার, ইউপি সদস্য মোঃ আশিক সরদার, তপতী রাণী বিশ্বাস, পিয়ারা বেগম সহ অন্যান্য কর্মকর্তা ও গ্ৰামপুলিশ বাহিনীর সদস্যরা ।
এব্যাপারে সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্থ রায় মিঠুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে প্রথম থেকেই দায়িত্ব অর্পণ করতে চেয়েছিলেন । কিন্তু আমি নিজের থেকেই দায়িত্ব নিতে চাইনি । কিন্তু বর্তমান পরিস্থিতি আমাকে সেই দায়িত্ব গ্ৰহন করতে হয়েছে । আমি এই ইউনিয়নের সকল জনসাধারণের অসুবিধার কথা চিন্তা এবং সংশ্লিষ্ট কতৃপক্ষ সুপারিশে দায়িত্ব পালন করছি । আমি নতুন এবং অনভিজ্ঞ । তাই আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি আমাকে সকলে সাহায্য করবেন বলে আমার প্রত্যাশা ।