গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর জরিমানা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লাইসেন্স ছাড়া ১৭৪ বস্তা রাসায়নিক সার মজুদ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার জব্দ করা হয় এবং রাসায়নিক সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(২) ধারায় ব্যবসায়ীকে জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাকলাইন হোসেন উপস্থিত ছিলেন।