নজির হোসেন মেমোরিয়াল বিদ্যালয় প্রতিষ্ঠা ও নামকরণে মতবিনিময় সভা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিন্নাকুলি গ্রামে “নজির হোসেন মেমোরিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়” প্রতিষ্ঠা ও নামকরণের পূর্বানুমতি প্রসঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ আগস্ট দুপুরে বিন্নাকুলি স্কুল মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস সীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল মিয়া, সমাজসেবক আবুল হোসেন, বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মজুর আলী, ব্যবসায়ী কাওসার আহমেদ ও আবদুল কাদির, জেলা বিএনপির নেতা হেলাল মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য নজির হোসেন তাঁর রাজনৈতিক জীবনে সর্বদা এলাকার উন্নয়নে কাজ করেছেন। তিনি কখনো ব্যক্তিগত স্বার্থে নিজের নামে কিছু করেননি। তাই তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার এই উদ্যোগ গ্রহণ করেছেন তাঁর পরিবার। স্থানীয় জনগণও এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।