সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধান
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) আয়োজিত পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ আজ ১৯ আগস্ট ২০২৫ খ্রিঃ বিকাল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত দামপাড়া পুলিশ লাইনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির সেবাপ্রত্যাশীদের বক্তব্য শোনেন এবং তাদের উত্থাপিত অভিযোগ ও সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। কয়েকজন সেবাপ্রার্থী সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সিএমপি কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।