ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২ আসামী
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ২টি নিয়মিত মামলার এজাহারভুক্ত ৪ জনসহ বিভিন্ন মামলায় ও পরোয়ানাভুক্ত মোট ১২ জন আসামীকে আটক করা হয়েছে।
থানা পুলিশ জানায়, সোমবার রাতভর পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই রেজাউল করিম, এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন, এএসআই তোহা, এএসআই সাইফুর রহমান, এএসআই নাছির উদ্দীন ও এএসআই মহিউদ্দিনসহ একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— ভাতগাঁও ইউনিয়নের বাদে ঝিগলী গ্রামের নাজির উদ্দিন (২০), নোয়ারাই ইউনিয়নের সিংগেরকাচ গ্রামের মানিক আলী (৪৫), হাসান আহমদ (২২), আনর আলী (৫৫), হোসেন আহমদ (২০), তেরা মিয়া (৪৩), মাছুম মিয়া (২০), নাঈম মিয়া (১৮)। এছাড়া ইসলামপুর ইউনিয়নের ইমরান হোসেন (২৯), দোয়ারাবাজার থানার পান্ডারগাঁও গ্রামের বাসিন্দা বর্তমানে ছাতকের রাউলী এলাকায় বসবাসরত ফুল বাহার বেগম (৫৫), জালিয়া গ্রামের বেগম বাহার (৫০) এবং সায়মন (২০)।
অভিযানে নেতৃত্ব দেন এসআই গাজী মোয়াজ্জেম হোসেন ও এসআই মোফাফখারুল ইসলাম।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থাকা নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানা অনুযায়ী তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।