মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে গাছ কাটাসহ প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ নজির হোসেন মেমোরিয়াল বিদ্যালয় প্রতিষ্ঠা ও নামকরণে মতবিনিময় সভা সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধান চট্টগ্রামে আশার আলো: মানবিক চট্টগ্রাম গড়ার পথে Unity Force Bangladesh ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২ আসামী শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ধর্মপাশায় কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা, সাংবাদিককে প্রাণনাশের হুমকি শান্তিগঞ্জে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক শমশেরনগর জেনারেল হাসপাতালে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত সিলেটে ড. মাহমুদুর রহমানের বক্তব্য

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২ আসামী

ছাতক প্রতিনিধি:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৩৪ সময় দেখুন

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২ আসামী

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ২টি নিয়মিত মামলার এজাহারভুক্ত ৪ জনসহ বিভিন্ন মামলায় ও পরোয়ানাভুক্ত মোট ১২ জন আসামীকে আটক করা হয়েছে।

থানা পুলিশ জানায়, সোমবার রাতভর পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে এসআই রেজাউল করিম, এসআই মঞ্জুরুল ইসলাম নয়ন, এএসআই তোহা, এএসআই সাইফুর রহমান, এএসআই নাছির উদ্দীন ও এএসআই মহিউদ্দিনসহ একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— ভাতগাঁও ইউনিয়নের বাদে ঝিগলী গ্রামের নাজির উদ্দিন (২০), নোয়ারাই ইউনিয়নের সিংগেরকাচ গ্রামের মানিক আলী (৪৫), হাসান আহমদ (২২), আনর আলী (৫৫), হোসেন আহমদ (২০), তেরা মিয়া (৪৩), মাছুম মিয়া (২০), নাঈম মিয়া (১৮)। এছাড়া ইসলামপুর ইউনিয়নের ইমরান হোসেন (২৯), দোয়ারাবাজার থানার পান্ডারগাঁও গ্রামের বাসিন্দা বর্তমানে ছাতকের রাউলী এলাকায় বসবাসরত ফুল বাহার বেগম (৫৫), জালিয়া গ্রামের বেগম বাহার (৫০) এবং সায়মন (২০)।

অভিযানে নেতৃত্ব দেন এসআই গাজী মোয়াজ্জেম হোসেন ও এসআই মোফাফখারুল ইসলাম।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থাকা নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানা অনুযায়ী তাদের সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD