আশুগঞ্জে সেনা অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ টাকা, অস্ত্র ও মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মধ্য সোনারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আশুগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মো. ইমতিয়াজ মাহমুদ খানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা, ৯৭ হাজার ১০ টাকা নগদ, চারটি বাটন মোবাইল, দুটি স্মার্টফোন এবং একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— আশুগঞ্জ উপজেলার মধ্য সোনারামপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. হানিফ মিয়া (৪৭) এবং একই উপজেলার সোহাগপুর গ্রামের মৃত মহন সরদারের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।
অভিযান শেষে আসামি ও উদ্ধারকৃত মালামাল আশুগঞ্জ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।