শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
মৌলভীবাজারে বৃটেন প্রবাসী আজাদ হুসাইনের অর্থায়নে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ নড়াইলের কালিয়ায় ইট ভাটায় ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস’র নেতৃত্বে অভিযান ২ লাখ টাকা জরিমানা ইসলামী আন্দোলনের নেতা ইয়াবা সহ গ্রেফতার নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় স্কুলছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা নড়াইলের কালিয়ায় অবৈধ জাল জব্দ করে বিনষ্ট সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন জগন্নাথপুরে মদীনাতুল খাইরী আল- ইসলামীর উদ্যোগে হামদ-নাত, পুরুষ্কার বিতরনী ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইল-৬ আসনের বিএনপি প্রার্থীর শারীরিক খোঁজখবর নিতে জামাতের প্রার্থী তারাকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা নিখোঁজ ছেলের সন্ধ্যানে উদগ্রীব পরিবার

সিলেটের পর্যটন কেন্দ্র সংরক্ষণে ক্লিন সিটির মানববন্ধন

সিলেট প্রতিনিধি ::
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১০০ সময় দেখুন

সিলেটের পর্যটন কেন্দ্র সংরক্ষণে ক্লিন সিটির মানববন্ধন

সাদাপাথর ও জাফলং রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি — ডা. অচিনপুরী

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা সংরক্ষণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং ক্লিন সিটি সিলেটের উপদেষ্টা ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।

তিনি বলেন, “আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অঞ্চল যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায়, তবে সিলেট শুধু দেশের নয়, আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারবে। এজন্য পর্যটন এলাকা পরিচ্ছন্ন রাখা, যোগাযোগব্যবস্থা উন্নত করা এবং ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।”

তিনি সতর্ক করে আরও বলেন, সিলেটের অন্যতম আকর্ষণ সাদাপাথর এলাকা ধ্বংসের মুখে, অথচ কার্যকর প্রশাসনিক উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

ডা. অচিনপুরী মনে করেন, সিলেটের উন্নয়ন ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও কঠোর বাস্তবায়নের মাধ্যমে পর্যটন খাতকে এগিয়ে নিতে হবে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ক্লিন সিটি সিলেট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক কাসমির রেজা।

এছাড়া বক্তব্য রাখেন—

ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ,

তরুণ পরিবেশ সংগঠক শাহ শিকান্দার আহমদ শাকির,

তরুণ সংগঠক ও কবি জেনারুল ইসলাম,

কবি ও সাংবাদিক জালাল জয়,

সংগঠনের অর্থ সম্পাদক আবু তাহের,

দপ্তর সম্পাদক নাসির আহমদ তানবীর,

সহ আইটি ও মিডিয়া সম্পাদক জুবায়ের আহমদ,

লজিস্টিক সম্পাদক ফাহিম আহমদ, সহ-লজিস্টিক সম্পাদক ইশতিয়াক হোসেন মারুফ,

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্য ও তরুণ কর্মীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD