মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন তারাকান্দায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ধোবাউড়ায় উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিমান বাহিনীর অসতর্কতায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা – মোস্তফা জামান কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ সাদেক আহমদ জকিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান গোমস্তাপুরে অজ্ঞাত নারীর জবাই করা লাশ উদ্ধার শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৬

বিমান বাহিনীর অসতর্কতায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা – মোস্তফা জামান

মোঃ শাহজালাল, উত্তরা ঢাকা:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮ সময় দেখুন

বিমান বাহিনীর অসতর্কতায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা – মোস্তফা জামান

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান বলেছেন, বিমান বাহিনী যদি পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতো এবং উত্তরার ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন না করতো, তবে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনা এড়ানো যেত।

২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য রিপন ইসলাম ও রাজিব আহম্মেদের উদ্যোগে সোমবার দিয়াবাড়ি এলাকায় আয়োজিত দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বিমান বাহিনীকে উদ্দেশ্য করে বলেন, “আগামীতে যেন কোনো ধরনের প্রশিক্ষণ বিমান আবাসিক বা জনবহুল এলাকায় না চালানো হয়। নিরাপদ ও জনবসতি বহির্ভূত এলাকায় এসব কার্যক্রম পরিচালনা করা উচিত, যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি না ঘটে।” একইসঙ্গে তিনি নিহত পরিবারের প্রতি উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তুরাগ থানা বিএনপির সভাপতি হারুনুর রশিদ খোকা এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।

তিনি দুর্ঘটনার জন্য বিমান বাহিনী ও মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ উভয়কেই সমানভাবে দায়ী করে বলেন, “বিমান বাহিনী জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ পরিচালনা করেছে, যা অগ্রহণযোগ্য। অপরদিকে মাইলস্টোন স্কুল ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক কোচিং ক্লাসে রেখে দিয়েছে। যদি তারা ছুটির পর বাড়ি চলে যেতে পারতো, তাহলে হয়তো এত প্রাণহানি ঘটতো না।”

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “এত বড় দুর্ঘটনার পরেও মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ নিহতদের জন্য কোনো দোয়া মাহফিলের আয়োজন করেনি, এমনকি নিহত পরিবারের কাছেও দুঃখপ্রকাশ করেনি।”

আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিপন হাসান খন্দকার, বিপ্লব হোসেন দর্জি, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর।

এছাড়া উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক মোল্লা, আহ্বায়ক সদস্য আবদুল আলী, সাইদ হাসান সাগর, আলাউদ্দিন আলাল, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের খান আবুল, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবদুস সালাম ও আইনল হক, রানাভোলা ইউনিট বিএনপির সভাপতি ইমন হোসেন মনির, ফুলবাড়িয়া ইউনিট বিএনপির সভাপতি মুজিবর মজি, যুবদল নেতা মাসুদ রানা সম্রাটসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নিহত ও আহত পরিবারের অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ২১ জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD