ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আসন্ন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ছাতক উপজেলায় প্রস্তুতিমূলক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন এবং সঞ্চালনা করেন ডা. রণবীর তালুকদার রক্তিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান মিয়া।
সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম। এছাড়া বাহাদুরপুর মহিলা মাদ্রাসার দ্বীন মোহাম্মদ, শিক্ষা সচিব হাফিজ আব্দুর রহিম, লক্ষীভাউর মাদ্রাসার মাওলানা কাজী ইসলাম উদ্দিন, সূর্যের হাসি ক্লিনিকের ইনচার্জ স্বপন কুমার সরকার, সাংবাদিক সেলিম মাহবুব ও সাকির আমিন, হাসপাতালের পরিসংখ্যানবিদ মোস্তাফিজুর রহমান এবং মাধ্যমিক শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ফুয়াদ হাসান ফেরদৌসসহ অনেকে মতবিনিময় করেন।
সভায় বক্তারা টাইফয়েড প্রতিরোধে এ ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে ক্যাম্পেইনকে শতভাগ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।