শান্তিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২৬
সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালে দুই ইউনিয়নের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৬ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার পাগলা মাঠে পশ্চিম পাগলা ইউনিয়ন ও জয়কলস ইউনিয়নের মধ্যকার খেলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খেলায় এক পর্যায়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে জয়কলস ইউনিয়নের খেলোয়াড়রা আপত্তি জানান। এ নিয়ে দীর্ঘ সময় খেলা বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে ম্যাচ পুনরায় শুরু হলেও মাঠে বাকবিতণ্ডা থেকে হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই উত্তেজনা গ্যালারিতে ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ২৬ জন আহত হন।
আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর অবস্থায় দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে এবং একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তারিক জামিল অপু জানান, মোট ২৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ ও সিলেটে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
—