নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক তারেক রহমানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ও থালতা মাঝগ্রাম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের শাফিউল বারী, ওমর ফারুক, ইসাহাক, হানজালা, আরমান, জিহাদ, রাফি, ফিরোজ, আবু সাঈদ, রাসেল এবং স্বেচ্ছাসেবক দলের আমিনুর ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।