রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ নাসিরনগরে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন নিজ জন্মস্থানে আমি নেতা হয়ে আসিনি : খোরশেদ আলম শ্রীমঙ্গলে দুর্ধর্ষ চুরি, ৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতার পুলিশের দাবি ভোলাগঞ্জে সাদাপাথর লুট: ৫ জন আটক খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা ছাতকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

শ্রীমঙ্গলে দুর্ধর্ষ চুরি, ৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতার পুলিশের দাবি

আবদাল মিয়া, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৯ সময় দেখুন

শ্রীমঙ্গলে দুর্ধর্ষ চুরি, ৪ ঘণ্টার মধ্যেই আসামি গ্রেফতার পুলিশের দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরির ঘটনার মাত্র চার ঘণ্টার মধ্যেই চোরাইকৃত মালামালসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যা সাড়ে আটটার দিকে শ্রীমঙ্গল ইউপির পূর্ব রূপসপুর এলাকার মোঃ জসিম মোল্লার (৩৮) বাসায় চুরি সংঘটিত হয়। চোরেরা তার বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগী জসিম মোল্লা অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এসআই মহিবুর রহমান ও সঙ্গীয় ফোর্স রাতেই অভিযান চালান।

অভিযানে রাত আড়াইটার দিকে পূর্ব রূপসপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে রাসেল আহম্মদ মোস্তফা (৩৭), পিতা-মৃত ফজল মিয়া, সাং-আউট সিগন্যাল, শ্রীমঙ্গল—কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চোরাইকৃত নগদ ১,১৩,০০০ টাকা, ৩টি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের নাকফুল, স্বর্ণালংকার (মোট মূল্য ১,৩৬,৮৪০ টাকা) ও ২টি রূপার চেইন (মূল্য ২,৬২৫ টাকা) উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, “চুরির ঘটনার পরপরই অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান শুরু করি। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে দ্রুতই অভিযুক্ত রাসেল আহমেদ মোস্তফাকে গ্রেফতার করে চোরাই মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।”

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD