নাগরপুরে নাশকতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি সেচ্ছাসেবক দলের শিবমন্দির পাহারা ঠেকাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরি গ্রামের শিবমন্দির পাহারা দিচ্ছে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
নাগরপুর থানা পুলিশের পাশাপাশি গত ১৪ আগষ্ট থেকে জন্মাষ্টমীর দিন পর্যন্ত নাগরপুর উপজেলা সেচ্ছাােবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, সেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নাশকতা প্রতিরোধে রাত জেগে গতকাল থেকে টাঙ্গাইল জেলার কেন্দ্রীয় শিবমন্দির পাহারা দিচ্ছে।
এ বিষয়ে জিহাদ হোসেন ডিপটি জানায়, নাশকতার আশঙ্কায়, পুলিশ প্রশাসনের কড়া পাহারার পাশাপাশি আমরা সেচ্ছা সেবক দলের পক্ষ থেকে দেশের ধর্মীয় সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে বদ্ধপরিকর। কোন দল বা গোষ্ঠী যাতে ধর্মীয় সম্প্রীতিকে ধর্মীয় দাঙ্গায় রূপ দিতে না পারে সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। হিন্দু মুসলমান আমরা সবাই ভাই ভাই। সকলে মিলেমিশে একসাথে সুখে দুঃখে বসবাস করতে চাই। আমরা মনে করি, কেন্দ্রীয় শিবমন্দির যেমন সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় তেমনি এটি আমাদের উপজেলার একটি সম্পদ। যেকোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুশাসন পালনে এ সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। সরকারের উদ্যোগে, পুলিশ প্রশাসনের পাশাপাশি আমরা তাদের সহযোগিতায় পাশে আছি।