জৈন্তাপুরে পুলিশের অভিযানে দুটি ভারতীয় স্কুটি জব্দ
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে দুটি ভারতীয় স্কুটি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কে থানার সামনে হঠাৎ চেকপোস্ট বসানো হয়। এসময় শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় দুটি স্কুটি ফেলে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে পুলিশ স্কুটি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, “খবর পাওয়ার মাত্র এক মিনিটের মধ্যে চেকপোস্ট বসিয়ে আমরা অবৈধ পথে আনা দুটি স্কুটি আটক করি। চোরাকারবারীরা চেকপোস্ট দেখে দ্রুত পালিয়ে যায়। তদন্তের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, আটক স্কুটি থানায় জব্দ করা হয়েছে এবং চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।