শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম:
যুব সমাজকে খেলাধুলায় ফেরাতে তুরাগে মিনি ফুটবল টুর্নামেন্ট মারকাযুন নূর আদর্শ মহিলা হিফয মাদ্রাসা কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে জালিয়া পালং ছেপটখালীতে । ড়াইলের মাইজপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ শিক্ষার্থী বিজয় কর্মকারের মৃত্যু নাগরপুরে নাশকতা প্রতিরোধে পুলিশের পাশাপাশি সেচ্ছাসেবক দলের শিবমন্দির পাহারা নবীনগর উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত । জন্মাষ্টমী উপলক্ষে শিববাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা নাসিরনগরের ধরমন্ডলে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল বাহাত্তরের সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় : ব্যারিস্টার জুনেদ জাফলং কোয়ারি থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার বগুড়া পুণ্ড্র ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি জিহাদ, সাধারণ সম্পাদক রাকিবুল

শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের ব্যাপক গণসংযোগ

শান্তিগঞ্জ  প্রতিনিধি:
  • আপডেটের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩০২ সময় দেখুন

শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের ব্যাপক গণসংযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন রবিবার (১৩ আগস্ট) বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজার ও দামোদরতপী বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন।

গণসংযোগ চলাকালে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের চলমান কার্যক্রম, আন্দোলন-সংগ্রামের পরিকল্পনা ও জাতীয় রাজনীতির সাম্প্রতিক প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় করেন। তিনি বর্তমান সরকারের ব্যর্থতা, জনগণের ভোগান্তি ও দেশের সংকট তুলে ধরে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়ে সতর্কবার্তা দেন।

ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন—
“মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যেই মাঠে নেমেছে। জনগণের রায় আদায়ের লক্ষ্যে আমাদের এই গণসংযোগ কর্মসূচি। ইনশাআল্লাহ, ধানের শীষ বিজয়ী হবে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছলিবনুর বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, বিএনপি নেতা ওয়াকিব মিয়া, আরজক আলী, শহিদুজ্জামান, ফখরুজ্জামান, সেলিম আহমদ, শের আলম শিশু, মোজাহিদ খান, সুফি মিয়া, মিলন মিয়া, সবুজ, জেলা যুবদলের সদস্য মুফাসসির আহমদ রিয়াদ।

উপজেলা ছাত্রদলের নেতাদের মধ্যে ছিলেন—
মুরশেদ আহমদ রিদয়, নাঈমুর রহমান রেজুয়ান, মুস্তাক আহমদ মিছবাহ, তাকিন মিয়া, আলম মিয়া, আকাশ, মেহেরাজসহ অন্যান্য নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা বিএনপির আন্দোলনকে আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি ব্যারিস্টার আনোয়ার হোসেন দলীয় মনোনয়ন পেলে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD