রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা ও বন্ধ ঘোষণা

বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৮ সময় দেখুন

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা ও বন্ধ ঘোষণা

অদ্য বুধবার (১৩ আগস্ট) দুপুরে ময়মনসিংহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। নগরীর ব্রাহ্মণপল্লী রোড এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়ম ও ত্রুটি ধরা পড়ায় দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা এবং বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে পল্লী কল্যাণ (প্রা:) হাসপাতাল-কে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে সিরাম হাসপাতাল (প্রা:) লিমিটেড-কে এক লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়।

র‌্যাব জানায়, স্বাস্থ্যবিধি লঙ্ঘন, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদনের অভাবসহ নানা অনিয়মের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানে র‌্যাবের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD