সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ধোবাউড়ায় মানববন্ধন
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সংবাদ সংগ্রহের সময় নৃশংসভাবে হত্যা করার ঘটনার প্রতিবাদে ধোবাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, ধোবাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসেমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অংশগ্রহণকারীরা সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের ফাঁসির দাবি জানান।