সিলেটে পাথর লুটের অভিযোগে উপজেলা বিএনপি সভাপতির পদ স্থগিত
চাঁদাবাজি, দখলদারি এবং দলীয় নীতি-বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে সব পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলের সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট থেকে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাথর উত্তোলন অব্যাহত রয়েছে। শাহ ভোলাগঞ্জের আরেফিন টিলা ও রোপওয়ে বাংকারসহ বিভিন্ন স্থান থেকে পাথর তুলে ফেলা হয়েছে, এমনকি আশপাশের বসতবাড়িতেও এ কর্মকাণ্ড চলছে।
অভিযোগ রয়েছে, পরিবেশ অধিদপ্তর কার্যকর ব্যবস্থা না নেওয়ায় প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে পাথর লুট চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক পাহাড়ি ঢলে নতুন বালু-পাথর নামলেও দেখা গেছে, পাথর আগেই সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, এর পেছনে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতার প্রভাব রয়েছে।