মানিকছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক সেমিনারে রফিকুল ইসলাম মাদানি ” এক দেশ দুই আইনে চলবে না” ‘ পাহাড়ে সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি গুম খুনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক’
পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক সেমিনার দেশবরণ্য আলেমে দ্বীন মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানি বলেন, এক দেশে দুই আইন চলবে না, ৬১ জেলার আইনে ৬৪ জেলা চলবে। ফ্যাসিবাদী সরকারের তথাকথিত শান্তিচুক্তির নামে বাঙালিদেরদের উপর সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি, অপহরণ, গুম,খুন আর চলতে দেওয়া যাবে না। মুসলমান জাতিকে তথাকথিত শান্তিচুক্তির কালো আইনে বর্বরোচিত ও সন্ত্রাসী হামলা চালিয়ে জিন্মি করে শাসনের দিন শেষ। এসব অপ-রাজনীতি, অপ-শাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ইমাম,ওলামা,মশায়েখদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বাঙালি জাতির অহংকার, বিশ্ব প্রশংসিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের আবেদন, আমাদের চাওয়া, আপনারা সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের কঠোর হস্তে মোকাবিলা করুন, দমন করুন।
গত ১০ আগস্ট রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আল- আমানহ্ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ‘পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা ছিলেন, দেশবরণ্য আলেমে দ্বীন মাওলানা মো. রফিকুল ইসলাম মাদানি। তিনি বলেন, এক দেশে দুই আইন চলবে না, ৬১ জেলার আইনে ৬৪ জেলা চলবে। ফ্যাসিবাদী সরকারের তথাকথিত শান্তিচুক্তির ( পার্বত্য চট্টগ্রাম চুক্তি) নামে বাঙালিদেরদের ওপর সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি, অপহরণ, গুম,খুন আর চলতে দেওয়া যাবে না। মুসলমান জাতিকে তথাকথিত শান্তিচুক্তির কালো আইনে বর্বরোচিত ও সন্ত্রাসী হামলা চালিয়ে জিন্মি করে শাসনের দিন শেষ। এসব অপ-রাজনীতি, অপ-শাসনের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ইমাম,ওলামা,মশায়েখদের ঐক্যবদ্ধ হতে হবে। বাঙালি জাতির অহংকার, বিশ্ব প্রশংসিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের আবেদন, আমাদের চাওয়া, আপনারা সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের কঠোর হস্তে মোকাবিলা করুন, দমন করুন।
আল আমানা সংস্থার সভাপতি হাফেজ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে এবং মুফতি মাঈন উদ্দিন জামিল ও তারেকুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন, বিশেষ আলোচক মুফতি মাহমুদুল হাসান গুনবী, ১ নং মানিকছড়ি ইউপি প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মো. মহি উদ্দীন কিশোর, মাওলানা নুর মোহাম্মদ,ক্বারী ওসমান গনি, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা অলিউল্লাহ, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মোকতাদের হোসেন, মুফতি রবিউল ইসলাম শামীম, মহিউদ্দিন বিন সুরুজ প্রমূখ।