জৈন্তাপুরে খেলাফত মজলিসের প্রার্থী আলী হাসানের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, ইসলামী আলোচক ও দলের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা বলেন— “আমানত রক্ষা ছাড়া প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। জনগণের রায় একটি গুরুত্বপূর্ণ আমানত, আর এই আমানতকে গুরুত্ব দিয়েই আমরা পিছিয়ে থাকা এ অঞ্চলে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যদি আগামী নির্বাচনে ইনসাফ ও উন্নয়নের প্রতীক ‘দেয়াল ঘড়ি’কে সমর্থন দেন, তবে আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারব।”
রবিবার (১০ আগস্ট) আসরের নামাজের পর চিকনাগুল বাজারের আল মাসিম মার্কেটের সামনে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলা সহসভাপতি মাওলানা জহির উদ্দিন। সঞ্চালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহসাধারণ সম্পাদক জাহিদ হাসান চৌধুরী এবং জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক আজমল হক।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট-৪ আসনের নির্বাচনী কমিটির আহ্বায়ক মাওলানা শামছুদ্দীন মোহাম্মদ ইলিয়াস, জৈন্তাপুর উপজেলা সহসভাপতি হাফিজ মাওলানা আরিফ আহমদ রাব্বানী, গোয়াইনঘাট উপজেলা সহসভাপতি কাজী মো. শরিফ উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মাসুক আহমদ মঞ্জুর, সিলেট-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধায়ক মাওলানা জাহিদ চৌধুরী, ৬নং চিকনাগুল ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুফতি আব্দুল্লাহ ফাহিম এবং জৈন্তাপুর উপজেলা ছাত্র মজলিস সভাপতি হাফিজ মাওলানা হোসাইন আহমদ জোবায়ের।
বক্তারা তাদের বক্তব্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার আশা প্রকাশ করেন এবং গণমানুষের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান।