রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
লোহার রড ও এঙ্গেল দিয়ে হামলা — গুরুতর আহত স্বামী, থানায় মামলা স্ত্রীর নিহারেন্দু চক্রবর্তী, কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয় জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ জমিয়তে উলামায়ে ইসলামের কুমিল্লা ৫ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনা। নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ নাসিরনগরে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন নিজ জন্মস্থানে আমি নেতা হয়ে আসিনি : খোরশেদ আলম

তুহিন হত্যাসহ সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার দাবি — শিবলী সাদিক খান

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেটের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৬৬ সময় দেখুন

তুহিন হত্যাসহ সাংবাদিক হত্যা-নির্যাতনের বিচার দাবি — শিবলী সাদিক খান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)-এর উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ। সঞ্চালনা করেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক মো. ইব্রাহীম খলিল।

কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএমইউজে-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান। তিনি বলেন, “তুহিন হত্যাসহ দেশের সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। গণমাধ্যমে স্বাধীনতার পরিবেশ রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, গাজীপুর চৌরাস্তা ও অন্যান্য ব্যস্ত এলাকায় অপরাধী চক্র সক্রিয় হয়ে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করছে। এদের দমনে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন—বিএমইউজে-এর যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন (নীলু), ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার সভাপতি আবুবকর সিদ্দিক, দপ্তর সম্পাদক রাকিবুল হাসান আহাদ, বাসন মেট্রো থানা প্রেসক্লাব সভাপতি মো. সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, কাজী রোকেয়া কেয়া, ক্রাইম রিপোর্টার নাছিমা আক্তার রেনু এবং গাজীপুর মহানগরের বিভিন্ন গণমাধ্যমকর্মী।

এছাড়া, মাওলানা আকরামুল ইসলাম, মো. জামাল উদ্দিন, রফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দও কর্মসূচিতে যোগ দেন।

মানববন্ধন শেষে মসজিদ মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা–ময়মনসিংহ ও গাজীপুর–টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটে এসে শেষ হয়।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব সোহেল আহমেদ বলেন, “সারাদেশে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ প্রবণতা রোধ হচ্ছে না।” তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়ার কথা বলেছেন, তাই আগামী ৩ মাসের মধ্যে বিচার সম্পন্ন ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ দাবি পূরণ না হলে সারাদেশে একযোগে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD