বীরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময়
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সম্ভাব্য প্রার্থী ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন।
বুধবার (৭ আগস্ট) দুপুরে বীরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সভায় তিনি নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
মনজুরুল ইসলাম বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সামনে রেখে তিনি মাঠে নেমেছেন। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ গুরুত্ব দিয়ে বীরগঞ্জ ও কাহারোলের উন্নয়ন করা হবে বলে তিনি আশ্বাস দেন।
সভায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মনজুরুল ইসলাম।