সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলা, বিজিবির অভিযানে ১ জন আটক, কোটি টাকার গরু-মহিষ জব্দ
সিলেটের সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের হামলার শিকার হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় এক সদস্য আহত হয়েছেন। পরে বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে এক চোরাকারবারিকে আটক করা হয়।
বুধবার ও বৃহস্পতিবার গোপন তথ্যের ভিত্তিতে সিলেটের বাংলাবাজার, লাফার্জ ও উৎমা বিওপি এলাকায় অভিযানে নামে বিজিবি। এ সময় প্রায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় গরু ও মহিষ জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, তেরাপুর গ্রামে বিপুল পরিমাণ গরু-মহিষ আটককালে সংঘবদ্ধ একদল চোরাকারবারি অতর্কিতে টহলদলের উপর হামলা চালায়। এতে একজন সদস্য আহত হন। পরবর্তীতে রাত ৩টার দিকে যৌথ বাহিনীর অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা মো. আরমান আলী (২৮) আটক হন।
৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করা হচ্ছে। আটককৃত ব্যক্তি ও জব্দ মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।