রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:

ছাতকের দশঘর মাদরাসা কমিটি ঘিরে উত্তেজনা সভাপতি পদে নাসির উদ্দিনের সক্রিয় তৎপরতা

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২২ সময় দেখুন

ছাতকের দশঘর মাদরাসা কমিটি ঘিরে উত্তেজনা সভাপতি পদে নাসির উদ্দিনের সক্রিয় তৎপরতা

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন স্থানীয়ভাবে পরিচিত আওয়ামী ঘরানার ব্যক্তি ও সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠজন, দশঘর গ্রামের মাষ্টার নাসির উদ্দিন।

তাঁর এই পদপ্রাপ্তির পেছনে নানা কৌশল ও প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে, যা ঘিরে এলাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিবেশ। স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মুশাহিদ আলী – যিনি উপজেলা ওলামা লীগের একজন সদস্য – বিগত দিনের নানা বিতর্কিত কর্মকাণ্ড আড়াল করতে ওই ব্যক্তিকে সভাপতি বানাতে মরিয়া হয়ে উঠেছেন।

অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, নাসির উদ্দিন সভাপতি হলে প্রধান শিক্ষকের অতীত অনিয়ম, অর্থনৈতিক লেনদেনের অস্বচ্ছতা এবং প্রতিষ্ঠান পরিচালনায় লুটপাটের বিষয়গুলো ধামাচাপা পড়ে যাবে। পাশাপাশি, প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

যেখানে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে – কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে রাজনৈতিক পরিচয়ের ব্যক্তি বা দলীয় সংশ্লিষ্ট কেউ যেন স্থান না পায় – সেখানে এ মাদরাসায় এক আওয়ামী ঘরানার ব্যক্তি সভাপতি হতে সচেষ্ট হওয়ায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ নিয়ে স্থানীয়ভাবে বিরোধ, এমনকি সংঘর্ষের আশঙ্কাও দেখা দিয়েছে। তাই দ্রুত প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD