মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটের পর্যটন কেন্দ্র সংরক্ষণে ক্লিন সিটির মানববন্ধন লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন তারাকান্দায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ধোবাউড়ায় উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিমান বাহিনীর অসতর্কতায় উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক দুর্ঘটনা – মোস্তফা জামান কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত ছাতকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শেখ সাদেক আহমদ জকিগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান গোমস্তাপুরে অজ্ঞাত নারীর জবাই করা লাশ উদ্ধার

আগামী নির্বাচনের ঘোষণা বিএনপির বিজয়ের প্রতিফলন: সিলেটে ড. মঈন খান

সেলিম মাহবুব,ছাতকঃ
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২১ সময় দেখুন

আগামী নির্বাচনের ঘোষণা বিএনপির বিজয়ের প্রতিফলন: সিলেটে ড. মঈন খান

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা বিএনপির একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, শুধুমাত্র নির্বাচনের সময়সূচি ঘোষণাই যথেষ্ট নয়—নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এ লক্ষ্যে দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয় একটি বিজয় র‍্যালি। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই র‍্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মঈন খান।

তিনি বলেন, “সরকার তাদের কাজ করছে, এখন আমাদের কাজ আমাদের মতো করে করতে হবে। দেশের প্রতিটি গ্রামে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”
তিনি গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসাথে শহীদ ও আহতদের পরিবারের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আহ্বান জানান।

ড. মঈন খান বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ। এ ইতিহাস আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নতুন শক্তি জোগায়।”

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, বিএনপি এখন সুসংগঠিত এবং নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়েই বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বিজয় অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, দলের অনেক নেতাকর্মী ইতোমধ্যে প্রাণ উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ কখনও বৃথা যাবে না। সিলেট জেলা ও মহানগর বিএনপির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এই অঞ্চলের আন্দোলন ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন—বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, নেতা আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, হাদিয়া চৌধুরী মুন্নী প্রমুখ।

বিজয় র‍্যালিটি রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি র‍্যালিতে প্রাণচাঞ্চল্য এনে দেয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর বিএনপির শতাধিক নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, যাদের মধ্যে উল্লেখযোগ্য—এড. আশিক উদ্দিন আশুক, শহিদ আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সামিয়া বেগম চৌধুরী, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, এড. আবু তাহের, আলী আকবর, ফজলে আহসান রাব্বী, শাহীন আলম জয়, ব্যারিস্টার রিয়াসত আজিম আদনান, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আমন শোয়েব, ফাতেমা জামান রোজী, মুফতি রায়হান উদ্দিন মুন্না, খায়রুল ইসলামসহ অনেকেই।

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD