রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:

শিক্ষাক্ষেত্রে সফলতার স্বীকৃতি: শান্তিগঞ্জে SEDPI প্রকল্পের আওতায় সম্মাননা প্রদান

মান্নার মিয়া, শান্তিগঞ্জ:
  • আপডেটের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৯ সময় দেখুন

শিক্ষাক্ষেত্রে সফলতার স্বীকৃতি: শান্তিগঞ্জে SEDPI প্রকল্পের আওতায় সম্মাননা প্রদান

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন “পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (SEDPI)” প্রকল্পের আওতায় শান্তিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক উৎসবমুখর পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন শান্তিগঞ্জ একাডেমি সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। পুরো কর্মসূচি সমন্বয় করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুকান্ত সাহা বলেন,

> “শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার যে পদক্ষেপ নিয়েছে, SEDPI প্রকল্প তার একটি সফল উদাহরণ। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে গুণগত উন্নয়ন ও স্বচ্ছ প্রতিযোগিতা তৈরি হয়েছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরও উন্নত হবে বলে আমার বিশ্বাস।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম (শিক্ষক প্রতিনিধি), অভিভাবক প্রতিনিধি মোঃ মামুনুর রশীদ এবং ছাত্র প্রতিনিধি মোঃ আতিকুর রহমান নাঈম। তাঁরা তাঁদের বক্তব্যে শিক্ষাক্ষেত্রে সরকারি উদ্যোগের প্রশংসা করেন এবং SEDPI-এর কার্যকারিতা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক প্রতিনিধিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD