১৬ ঘন্টা পর পাগলা-জগন্নাথপুর-আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক, জনমনে স্বস্তি।
সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করায় টানা ১৬ ঘন্টা পর পাগলা -জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল করছে। যার ফলশ্রুতিতে জনমনে স্বস্তি দেখা দিয়েছে। যদিও ছোট ছোট যানবাহন চলাচল করছিল।
৪ আগষ্ট রোজ সোমবার সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, বিগত ৩ রা আগষ্ট রোজ রবিবার যাত্রীবাহী বাসের ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এমনকি শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করে। এই ঘটনার বিচার এর দাবীতে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিকরা এই দিন বিকাল ৩ ঘটিকা থেকে সড়ক অবরোধ করেন। এবং দুই ঘন্টা পর পুলিশ প্রশাসনের সাথে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের বৈঠকের পর এই অবরোধ তুলে নিলেও কর্ম বিরতি চালিয়ে যান মালিক ও শ্রমিকরা। এমনকি অনির্দিষ্টকালের কর্মবিরতি অর্থাৎ পরিবহন ধর্মঘট এর ডাক দেন। যার ফলশ্রুতিতে রবিবার থেকে সুনামগঞ্জ জেলার সবকটি সড়কের পাশা-পাশি পাগলা -জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে করে দৈনন্দিন কাজে সুনামগঞ্জ জেলা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী জগন্নাথপুর উপজেলাবাসী সহ বিভিন্ন এলাকার জনসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে পড়েন। যদিও ছোট ছোট যানবাহন ও মোটরসাইকেল চলাচল করেছে। এই সমস্যা নিরসনের লক্ষে ৪ঠা আগষ্ট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এর নেতৃবৃন্দ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ বৈঠকে অনাকাঙ্ক্ষিত ঝামেলা সুরা হওয়ায় দুপুর ১২ টা থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের কর্মবিরতি অর্থাৎ পরিবহন ধর্মঘট প্রত্যাহার হওয়ায় টানা ১৬ ঘন্টা পর যানবাহন চলাচল করায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে। এবং জনসাধারণ যানবাহনে নিজ নিজ গন্তব্যে পৌঁছছেন।