বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কালিয়াকৈরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ধর্মপাশায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন রাজিবপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তারাকান্দায় জঙ্গলে বসবাসরত ভূমিহীন রিপন মিয়ার পাশে বিএনপি গোমস্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক ৮ লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন শ্রীপুরের নাকোল ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী নির্বাচন ফলাফল ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন ভোট ডাকাত ও লুটেরাদের এবার জনগণ ভোট দেবে না : এটিএম মা’ছুম স্বপ্নবাজ তরুণ রহমান তৈয়ব: সাংবাদিকতা থেকে শিক্ষকতার আলোয় নতুন যাত্রা

নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ’র মতবিনিময়

নন্দীগ্রাম ( বগুড়া) প্রতিনিধি :
  • আপডেটের সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪০ সময় দেখুন

নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ’র মতবিনিময়

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের নন্দীগ্রামের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) বিকেলে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে তিনি বলেন, কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর সুখেদুঃখে পাশে থাকার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। এরপর আমি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে কাহালু-নন্দীগ্রাম উপজেলায় গণসংযোগ শুরু করে দিয়েছি। সাংবাদিকরা জাতির বিবেক। তাই আপনাদের মাধ্যমে এলাকার সঠিক চিত্র উঠে আসে। নিরপেক্ষ সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে। আমিও দেশ ও  জাতি তথা কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর মঙ্গল কামনা করি। এজন্য সাংবাদিকসহ জনগণের আন্তরিক সহযোগীতা কামনা করছি। আল্লাহর রহমতে জনগণের ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে কাহালু-নন্দীগ্রাম উপজেলাবাসীর সেবক হয়ে জনগণের সেবামূলক কাজ করতে চাই। পাশাপাশি রাস্তাঘাট, ধর্মীয়, শিক্ষা, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়ন গুরুত্ব দেওয়া হবে ইনশাআল্লাহ।

এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা কর্মপরিষদের সদস্য  রুহুল আমিন যুক্তিবাদী, শেখ সাদী, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, যুববিভাগের সভাপতি রাকিব হোসেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম মনির, পৌর ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, আব্দুল কাদের, কাহালু আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক হুসাইন মুহাম্মাদ মানিক, প্রত্যাশা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নাজমুস সাকিব, মতিউর রহমান, প্রমুখ। এ মতবিনিময় সভা শেষে তিনি নন্দীগ্রাম উপজেলার বিভিন্নস্থানে সংযোগ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD