সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক শেখ শামসুল ইসলাম এর পিতা প্রয়াত আলহাজ্ব শেখ সাদিক আলী (রহঃ) এর রুহের মাগফেরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর পৌর শাখার আয়োজনে ১৮ জুলাই রোজ শুক্রবার বিকাল তিন ঘটিকার সময় উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে জগন্নাথপুর পৌর শাখা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মাওলানা আতাউর রহমান ভবানীপুরী এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রাহমান এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা মাসরুর আহমদ ক্বাসেমী।
আরোও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা শাখা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মুতিউর রহমান, সুনামগঞ্জ জেলা শাখা শ্রমিক জমিয়তের আহবায়ক হাফিজ মাহমুদুল হাসান, ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাধারন সম্পাদক শেখ শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা শাখা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা ফখরুদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবু তাহের, জগন্নাথপুর পৌর শাখা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসহাক আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর শান্তিগঞ্জ উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা জাকারিয়া মাহবুব, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা বায়েজিদ আহমদ, মোঃ সালেহ ও হাফিজ মোঃ আজমান।
শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সাদিক আহমদ।
বক্তব্য পর্ব শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন, মাওলানা মাসরুর আহমদ ক্বাসেমী।
এসময় মাওলানা সাজাদ আলি ও প্রয়াত শেখ সাদিক আলী (রহঃ) সাহেবের ছেলে লায়েক আহমদ সহ দলীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।