কুড়িগ্রামের চর রাজিবপুর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে,শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজিবপুর থানার দক্ষিণ মরিচাকান্দি গ্রামের ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এরা হলো মোঃ লিটন মিয়া(৪০) পিতা মৃত গোলাম হোসেন ও মোঃ নুরুল আমিন(৩৭) পিতা- মৃত সোহরাব আলী সাং মধ্য মরিচাকান্দি উভয় থানা চর রাজিবপুর, জেলা কুড়িগ্রাম।
এ সময় তাদের কাছ থেকে২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান,তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। শনিবার তাদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।