বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক ২০ সেপ্টেম্বর জমিয়তের উলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত বটিয়াঘাটার ১নং জলমা ইউনিয়ন পরিষদে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন- পার্থ রায় মিঠু বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলার আয়োজন নাসিরনগরে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ী আটক দিরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন গোমস্তাপুরে ভ্রাম্যমাণ আদালতে সার ব্যবসায়ীর জরিমানা বীরগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে গাছ কাটাসহ প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ নজির হোসেন মেমোরিয়াল বিদ্যালয় প্রতিষ্ঠা ও নামকরণে মতবিনিময় সভা সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধান

দিরাইয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::
  • আপডেটের সময়: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৫৮ সময় দেখুন
দিরাইয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
দিরাইয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর এমআইপিএস (মোবিলাইজিং ইমার্জিং পিস স্ট্রাকচারস) প্রকল্পের সহযোগিতায় পিএফজির সম্মিলিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দিরাই জালালসিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজির পিস এম্বাসেডর আব্দুর রশিদ চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুর। স্বাগত বক্তব্য দেন এমআইপিএস প্রকল্পের প্রতিনিধি কুদরত পাশা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পঙ্কজ দাস, কৃষকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, যুবদলের জুয়েল আহমদ, ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম, নারী শান্তিসহায়ক দলের সমন্বয়কারী সুলতানা রাজিয়া, যুগ্ম সমন্বয়কারী হাফসা বেগম, সচিব লিপিকা দাস, বিএনপি সদস্য মহসিনা খাতুন রুমি, মজিদা খাতুন, শাম্মী আক্তার, অনির্বাণ সাংস্কৃতিক সংসদের অর্থ সম্পাদক বকুল চন্দ্র বণিক, শিক্ষিকা পারভীন বেগম, দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রশান্ত সাগর দাস, ইয়ুথ অ্যাম্বাসেডর গ্রুপের আশরাফ উদ্দিন, নাজিয়া সরদার, আলী ইউসুফ খান ও রিয়াজুল প্রমুখ।
বক্তারা বলেন, পিএফজি একটি উদার, অসম্প্রদায়িক, বহুত্ববাদী এবং মানবিক সমাজ গঠনে প্রতিশ্রুতিশীল। তারা সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিতকরণ, ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি বিকাশ এবং শান্তি-সম্প্রীতির পরিবেশ গঠনে কাজ করে যাচ্ছে।
সভায় গত দুই মাসের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং দ্বন্দ্ব নিরসন সংক্রান্ত রিপোর্ট উপস্থাপন করা হয়। আগামীতেও একযোগে শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD