রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:

কালিয়াকৈর অজ্ঞাত অর্ধগলিত যুবকের মরাদেহ উদ্ধার

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬৯ সময় দেখুন

কালিয়াকৈর অজ্ঞাত অর্ধগলিত যুবকের মরাদেহ উদ্ধার।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায়। ওই যুবকের আনুমানিক বয়স (৪০) বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার বড় গোবিন্দপুর গজারি বনের ভেতর থেকে এ অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় একটি সরকারি গজারি বনের ভেতর থেকে অর্ধগলিত যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। পরে বিষয়টি ৯৯৯ ফোনে জানালে তার আধা ঘণ্টা পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছিয়ে অজ্ঞাত ওই যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করে। তার পরনে ছিল পলো শার্ট ও নিল রংয়ের জিন্সের প্যান্ট। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাইজুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD