পবিত্র মহররম ও ইমাম হোসাইন রাঃ এর শাহাদাৎ দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফে দশ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও গত রোববার ১০ মহররম সমাপনী দিবসে দরবার শরীফে হাজার হাজার ভক্ত মুরিদের সমাগম হয়। উক্ত মাহফিলের সভাপতি, ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামের আমীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ ছালেহ আহমাদ মামুন আল-হোসাইনী তরিকতের তালিম ও মূল্যবান তারবিয়াত প্রদান করেন। রাতব্যাপী পবিত্র আশুরা, আহলে বায়াহ ও শোহাদায়ে কারবালার স্বরণে দেশ বরেণ্য উলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত পেশ করেন। দরবার শরীফের পীরজাদা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, পীরজাদা মুফতী সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী ও পীরজাদা মুফতী সৈয়দ বাকের মোস্তফা আল-হোসাইনীর পরিচালনায় পহেলা মহররম থেকে নয় মহররম পর্যন্ত খতমে কুরআন, খতমে খাজেগান, আহলে বাইতের সীরত বয়ান, মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিদিনের কার্যক্রম পালন করা হয়।
১০ মহররম সমাপনী রাতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী, নায়েবে আমীর ইতালি প্রবাসী মাওলানা সৈয়দ জাকারিয়া আহমাদ আল-হোসাইনী, মহাসচিব মাওলানা মুফতী নাজিম উদ্দিন মাছুমী, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম জালালী, সহঃ প্রচার সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান শাহ মাছুমী, মাওলানা হাফেজ আহসান উল্লাহ নেসারী, মাওলানা হাফেজ রায়হান জালালী আশেকী প্রমূখ। মাহফিলে বাংলাদেশ আঞ্জুমানে ইসলামি ছাত্র মহলের সৈয়দ বাকের মোস্তফা সভাপতি ও মাওলানা তারিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। বাদ ফজর তরিকতের তালিম, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ১০ দিন ব্যাপী মাহফিলের সমাপ্ত ঘোষণা করেন দরবার শরীফের মুখপাত্র পীরজাদা মাওলানা মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল-হোসাইনী।