বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাভার পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোঃ সুরুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সাভারের বৃক্ষরোপণ এবং নেতাদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুর ১২ টায় সাভার পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তার দুই পাশে এই বৃক্ষ রোপণ করা হয়। এসময় পৌর যুবদলের নেতাকর্মীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
পাশাপাশি তারেক রহমানে নেতৃত্বে পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়তে ও যুবদলের নেতাকর্মীদের পরিবেশ বিষয়ে সচেতনতা সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
এসময় সাভার পৌর যুবদল সভাপতি পদপ্রার্থী মোঃ সুরুজ্জামান বলেন, বিএনপি শুধু রাজনীতিই করে না, পরিবেশ রক্ষার মতো সামাজিক দায়বদ্ধতাও পালন করে। দেশের জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ ও পরিবেশ বিপর্যয়ের প্রতিকারে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমরা চাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ রেখে যেতে।
তিনি বলেন, বিএনপি সবসময় মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক পথেই আমাদের রাজনীতি ও কর্মসূচি পরিচালিত হবে।
তিনি আরো বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকারের অধীনে মানুষ কেবল অবিচার ও দমননীতির শিকার হয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গেলে মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণই হবে মূল অগ্রাধিকার।সাধারণ মানুষের সঙ্গে নিয়ে আগামী দিনে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে চাই।
উক্ত বৃক্ষ রোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাভার পৌর যুবদল নেতা মোঃ আল-আমিন হোসেন, যুবদল নেতা আকরাম, প্রমুখ।