মাগুরা জেলা পুলিশ সুপার জনাব মিনা মাহমুদা বিপিএম, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, মাগুরা সদর থানার নেতৃত্বে মাগুরা সদর থানার সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ০৮ জন আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের নাম ১. সজীব রংদার/সরকার (২৮) পিতা- পরিমল রংদার, সাং-কাশিমাবাদ, থানা ও জেলা-ফরিদপুর। ২. নূর মোহাম্মদ (৩১), পিতা-হাবিবুর রহমান, সাং-বসুনর সিংহদীয়া, থানা ও জেলা-ফরিদপুর। ৩. মানোয়ার শেখ (২৩), পিতা-মাজেদ শেখ, সাং-চর বাংরাইল, থানা-সালথা, জেলা-ফরিদপুর, ৪. মোঃ আসিফ মল্লিক (২২), পিতা-আজিত মল্লিক, সাং-ঘন শ্যামপুর, থানা ও জেলা- ফরিদপুর। ৫. রাব্বি শিকদার (২১), পিতা-মোতালেব সিকদার, সাং-পরানপুর থানা জেলা- ফরিদপুর। ৬. মোঃআবু হানিফ হিমেল (২১), পিতা-জযনাল মন্ডল, সাং-বাহিরচর, থানা-সুজানগর, জেলা-পাবনা। ৭. মোঃ রবিউল হোসেন (১৬), পিতা-আলম খা, সাং-বাঁশপারা, থানা জেলা-পাবনা, ৮. মোঃ আলীম হোসেন (২৩), পিতা-মোঃ আবজাল শেখ, সাং-চরমানিকদির, থানা-সুজানগর, জেলা-পাবনা’দের দেওয়া তথ্য মতে ০৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে মাগুরা সদর থানা পুলিশ। ০১ (এক) টি পালসার ১৫০ সিসি ও ০৩(তিন) টি ডিসকভার ১১০ সিসি ০১ একটি ডিসকভার ১০০ সিসি ০১ (এক) টি ডিসকভার ১২৫ সিসি ০১ (এক) টি মডেলের গাড়ি। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।