নাটোরের লালপুরে ৫টি মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আমিরুল ইসলাম নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) রাতে ঢাকার পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আমিরুল ইসলাম উপজেলার ধুপইল গ্রামের আবেদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মমিনুজ্জামান বলেন, আমিরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাত বিভিন্ন মামলায় মোট ৫টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গত রাতে ঢাকার পল্টন এলাকা থেকে লালপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে রাতেই লালপুর থানায় নিয়ে আসা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।