বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বীরগঞ্জে জমি বিরোধকে কেন্দ্র করে গাছ কাটাসহ প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ নজির হোসেন মেমোরিয়াল বিদ্যালয় প্রতিষ্ঠা ও নামকরণে মতবিনিময় সভা সিএমপি’র ‘ওপেন হাউজ ডে’-তে সেবাপ্রত্যাশীদের সমস্যা সমাধান চট্টগ্রামে আশার আলো: মানবিক চট্টগ্রাম গড়ার পথে Unity Force Bangladesh ছাতকে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২ আসামী শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ধর্মপাশায় কুখ্যাত মাদক ব্যবসায়ী রানা, সাংবাদিককে প্রাণনাশের হুমকি শান্তিগঞ্জে ২ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক শমশেরনগর জেনারেল হাসপাতালে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত সিলেটে ড. মাহমুদুর রহমানের বক্তব্য

আমরা দলের জন্য কাজ করবো, জনগণের জন্য কাজ করবো-খোরশেদ আলম

মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৬২ সময় দেখুন
আমরা দলের জন্য কাজ করবো, জনগণের জন্য কাজ করবো-খোরশেদ আলম
আমরা দলের জন্য কাজ করবো, জনগণের জন্য কাজ করবো-খোরশেদ আলম

কিছু টাকা খরচ করে দলে চলে আসতে চাইবে অনেকে৷ যারা জনগণের শত্রু, তাদের দলে ভীড়ানো যাবে না। আমরা দলের জন্য কাজ করবো, জনগণের জন্য কাজ করবো।  দল ও দেশকে এগিয়ে নিয়ে যাবো। এজন্য বির্তকিত বা আওয়ামী লীগের লোকজনকে দলে না নেওয়ার আহ্বান জানান ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খায়ন মোঃ খোরশেদ আলম।

বুধবার (২৫ জুন) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়ন কমলাপুর বাজার এলাকায় ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে সাভার থানা ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এসময় অনুষ্ঠানে সাভার পৌর দলের তাজ খান নাঈমের সঞ্চালনায় ও বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি  মো. আমির শিরালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

প্রধান অতিথির বক্তব্যকালে লায়ন মো. খোরশেদ আলম বলেন,   আমি সকলের উদ্দেশ্যে কিছু বলতে চাই।মানুষকে জানাতে হবে, আমরা কার দল করি। কেন করি,তা মানুষদের জানা দরকার।

এসময় তিনি আরো বলেন,কিছু টাকা খরচ করে দলে চলে আসতে চাইবে অনেকে৷ যারা জনগণের শত্রু, তাদের দলে ভীড়ানো যাবে না। আমরা দলের জন্য কাজ করবো, জনগণের জন্য কাজ করবো।  দল ও দেশকে এগিয়ে নিয়ে যাবো। এজন্য বির্তকিত বা আওয়ামী লীগের লোকজনকে দলে নেওয়া হবে না বলে জানান তিনি।

এসময় বিশেষ অতিথি বক্তব্য ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক এইচ এম মাসুদ রানা, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপিকে দরকার। কারণ বিএনপি আসলে দেশের উন্নয়ন হয়। এছাড়াও দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় বলে জানান তিনি।

এসময় সভায় আরো উপস্থিত ছিলেন-সাভার পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান চম্পক,৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান,৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন,সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, পাথালিয়া  ইউনিয়নের সহ-সভাপতি  হয়রত আলীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD