সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বীর মুক্তিযোদ্ধা,আরফান মিয়া সরদারকে,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। লোহার রড ও এঙ্গেল দিয়ে হামলা — গুরুতর আহত স্বামী, থানায় মামলা স্ত্রীর নিহারেন্দু চক্রবর্তী, কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত পশ্চিম বীরগাঁওয়ের দুর্দান্ত জয় জামালগঞ্জে উপদেষ্টার আশ্বাস টেন্ডার হলেই শুরু হবে জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সেতুর কাজ জমিয়তে উলামায়ে ইসলামের কুমিল্লা ৫ আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারনা। নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদীতে মিললো অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ নাসিরনগরে গোকর্ণ ওলামা ত্বালাবা ঐক্য পরিষদ গঠিত নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি শ্রীপুরে দুই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন

২০২২ প্রাথমিক টেট পাশ চাকুরী প্রার্থীরা, পঞ্চাশ হাজার শুন্যপদে নিয়োগের দাবীতে মিছিল করলেন।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
  • আপডেটের সময়: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬৬ সময় দেখুন

২০২২ প্রাথমিক টেট পাশ চাকুরী প্রার্থীরা, পঞ্চাশ হাজার শুন্যপদে নিয়োগের দাবীতে মিছিল করলেন।

আজ ১৯শে জুন বৃহস্পতিবার , সকাল সাড়ে ১১ টায়,২০২২  প্রাথমিক টেট পাস চাকরী প্রার্থীরা ধর্মতলা ওয়াই চ্যানেলে জমায়েত হন, এবং  y চ্যানেল থেকে বৃষ্টির জন্য দুপুর একটা নাগাদ মিছিল শুরু করেন, মিছিল লেলিন সরণি হয়ে মৌলালী, শিয়ালদা এম জি রোড হয়ে  কলেজ স্কোয়ারে শেষ করেন, তাহারা জানান আমাদের ডেপুটেশন দেওয়ার কথা ছিল,  কিন্তু পর্ষদ থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে, আমাদের ডেপুটেশন জমা নেবেন না, তাই আমরা মিছিল করে আমরা সরকারের কাছে দাবী জানালাম, অবিলম্বে ৫০ হাজার শূন্যপদে আমাদের নিয়োগ দিতে হবে ইন্টারভিউ এর মাধ্যমে। চাকুরী প্রার্থীরা বলেন, আমরা কিছুদিন অপেক্ষা করবো।, আমাদের ব্যবস্থা না নেয়, তাহলে আমরা পুনরায় পর্ষদ অভিযান করবো।

মিছিলে উপস্থিত ছিলেন পার্থ জিৎ বনিক,  অদিতি কর্মকার,  বিদেশ গাজী,  মোহিত কারাতি সহ অন্যান্যরা।

তাহারা মিছিলে বেশ কিছু দাবী তোলেন এবং বলেন মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন,  চাকরি হারাদের শূন্য পদ বাদেও এক লক্ষ শূন্য পদ রয়েছে,

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেই রাতারাতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তাহলে আজও প্রকাশ হলো না কেন,

অবিলম্বে প্রাথমিকে ন্যূনতম পঞ্চাশ হাজার শুন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

তাহারা বলেন এসএস সিতে ওবিসি সমস্যা নয়, তাহলে প্রাথমিকে কিসের সমস্যা, আমাদের জবাব দিতে হবে।

জনকল্যাণ প্রকল্পের পাশাপাশি প্রাথমিক শিক্ষকদের শূন্য পদে নিয়োগ চাই।

আর ওবিসি বাহানা নয়, এবার আমাদের দ্রুত নিয়োগ চাই।

তাহারা আরো বলেন আর আমাদেরকে ললিপপ দেখিয়ে লাভ হবে না, অবিলম্বে শূন্য পদ পূরণ করতে হবে, বারবার আমাদিকে ললিপপ দেখিয়ে গিয়েছেন, তাই আজ আমরা ললিপপ নিয়ে মিছিল করছি।

তাহারা বলেন এস এল এস টির নিয়ো বিজ্ঞপ্তি যদি প্রকাশ হয়, তবে প্রাথমিকে প্রকাশ হবে না কেন। ঝাড়খন্ড বিহারে মেক্স শিক্ষক নিয়োগ এগিয়ে চলেছে, অথচ বাংলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পিছিয়ে।

আমরা বারবার বারবার পর্ষদে ডেপুটেশন দিয়েছি, এবারেও দেওয়ার কথা ছিল, কিন্তু পর্ষদ কতৃপক্ষ কোনরকম ভাবে আমাদের সাথে দেখা করতে চাননি এমনকি কোনো কথাও বলবেন না বলেছেন। তাই আমরা কয়েকদিন অপেক্ষার পর আবার পর্ষদ অভিযান করার সিদ্ধান্ত নেবো, আর কতদিন চুপ করে থাকবো, আমাদের পরিবার আমাদের দিকে তাকিয়ে, এই মিছিলে বেশ কয়েকজন প্রতিবন্ধী চাকুরী প্রার্থীও অংশগ্রহণ করেন। তাহাদের চোখেও জল। কান্নায় ভেঙে পড়েন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © ২০২৫ হেমন্ত কাল
ESAITBD Sof-Lab UAE/BD