ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কুঁড়িঘর খেলার মাঠে কুঁড়িঘর যুব সমাজের আয়োজনে লাখ টাকার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের খেলার দ্বিতীয় দিনে খেলা দেখতে আসা হাজারো জনতার ঢল নামে মাঠে।
আজ বিকালে কুঁড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশিদ।
খেলা উদ্বোধন করেন বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা বিভাগের বাংলাদেশ পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার(ডিএমপি) বিল্লাল হোসেন।
সিলেট মহানগর বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক বুরহান উদ্দিন ও সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন,
উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল, এমকে জসিম উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বক্তব্যে কে এম মামুনুর রশীদ বলেন, এই ফ্যাসিস সরকারের আমলে গত (১৭)বছরে খেলাধুলা অনেক পিছিয়ে পরেছে,তাই আমরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন আছে।
আমি এই ফুটবল খেলার পরিচালনা কমিটির সাথে কথা বলবো যেন প্রতি বছর এমন সুন্দর একটি খেলার আয়োজন করে,এবং খেলা পরিচালনা কমিটির সাথে আমি সব সময় পাশে থাকবো ইনশাআল্লাহ।