পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভূরুঙ্গামারীতে সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ। ঈদের ছুটি চলাকালীন সময়ে অপরাধ দমন ও জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম।
ভূরুঙ্গামারী থানা সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে উপজেলার বিদ্যুৎ স্টেশন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক শাখা, বিভিন্ন বিপণিবিতান, বাজার এবং জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত পুলিশি টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা—যেমন মাদক চোরাচালান, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ইত্যাদি প্রতিরোধে থানা পুলিশ তৎপর রয়েছে।
এছাড়া এলাকার প্রতিটি পয়েন্টে অতিরিক্ত টহল টিম মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে বিট পুলিশিংয়ের আওতায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত রয়েছেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন,
“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় পুরো থানা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মানুষের জানমাল রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “যেকোনো ধরণের অপরাধ প্রতিরোধে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। ঈদের সময় কেউ কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।”
এদিকে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঈদের আগে ও পরে মোবাইল টিম এবং স্ট্রাইকিং ফোর্স নিয়মিত টহলে থাকবে। পুলিশের পক্ষ থেকে একটি হেল্পলাইনও চালু রাখা হয়েছে, যাতে যেকোনো জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সাড়া দেওয়া যায়।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রতি বছর ঈদের সময় চুরি বা ছিনতাইয়ের আশঙ্কা থাকে। কিন্তু পুলিশি টহল ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকলে তারা আরও নিশ্চিন্তে ঈদের কেনাকাটা ও যাতায়াত করতে পারবেন।