মুক্ত পরিবেশে ঈদ- পরবর্তীতে নিজ এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন সাভার পৌর মেয়র প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম ।
আজ ( ৮ জুন ২০২৫) দুপুরে সাভার পৌর এলাকায় নিজ বাড়িতে দুপুর থেকে বিকেল পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
সাভারের বিভিন্ন গ্রাম, বাজারসহ বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে সর্বস্তরের জনগণের সাথে দেখা করে সালাম বিনিময় করেন। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
মোঃ খোরশেদ আলমের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে দেখা-সাক্ষাতে নির্বাচনী আমেজে থাকা দলটির নেতা-কর্মীরাও উজ্জীবিত।
উল্লেখ্য, আগামী নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীরা তৃণমূলকে আস্থায় নিতে এলাকায় অবস্থান করছেন। তাঁরা বিগত দিনে নির্যাতিত নেতা-কর্মী ছাড়াও গুম-খুনের শিকার নেতা-কর্মীর পরিবারের কাছেও যাচ্ছেন, ঈদসামগ্রী পৌঁছে দিচ্ছেন। জনসংযোগ, সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। ঐক্য ও শান্তির বার্তা দিচ্ছেন।